
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিব শুধু বঙ্গবন্ধুর জীবন সঙ্গীই ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধুর রাজনীতিরও সাথী।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন , আনন্দ ও হাসি-কান্নার মধ্য দিয়ে আজকের দিনটি উদযাপন করা হচ্ছে। তিনি বলেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব তার জীবদ্দশায় পরিবার ও দলকে সামলে নেয়ার জন্য কাজ করে গেছেন। তিনি বঙ্গবন্ধুর সকল আন্দোলন-সংগ্রামের সহযোগী ছিলেন বলেও এ সময় মন্তব্য করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব আত্মার শান্তি ও দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এএইচএস/এসএমএম