
জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদকে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরকে উপনেতা করে প্রজ্ঞাপন জারি করেছেন স্পিকার ড.শিরিন শারমীন চৌধুরী।
সোমবার (৯ সেপ্টেম্বর) স্পিকারের দফতর থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে বিরোধী দলীয় নেতার পদ পাওয়ার জন্যই দুজনই স্পিকারের কাছে পাল্টাপাল্টি চিঠি দিয়েছিলেন।
এর আগে গত শনিবার সংকট নিরসনে উভয়ের পক্ষে মোট ৮ জন নেতা সমঝোতা বৈঠকে মিলিত হন। তিনটি এজেন্ডা নিয়ে দুপক্ষের মধ্যে বৈঠক হয়। তা হলো, জাপার নেতৃত্ব, রংপুর নির্বাচনে প্রার্থী ও বিরোধীদলের নেতা নির্বাচন।
শনিবার রাতে পার্টির মহাসচিবসহ সিনিয়র নেতারা অন্তরকোন্দল মিটিয়ে ফেলতে সমর্থ হন। সেখানে সিদ্ধান্ত হয় জাতীয় পার্টির চেয়ারম্যান হবেন প্রয়াত এরশাদের ভাই জি এম কাদের এবং বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করবেন এরশাদপত্মী রওশন এরশাদ। সব মিলিয়ে বিরোধী দল জাতীয় পার্টির বর্তমানে ২৫ জন এমপি আছেন।
এইচএস/বিএস