
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে যুবলীগ কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু দৈনিক জাগরণকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার (১৮ সেপ্টেম্বর) ক্যাসিনো চালানোর অভিযোগে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের এই নেতাকে অস্ত্রসহ আটক করে র্যাব।
মিজানুল ইসলাম মিজু বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবলীগ চেয়ারম্যান তাকে বহিষ্কার করেছেন। এ বিষয়ে পরে সংগঠন থেকে লিখিতভাবে সংবাদ মাধ্যমে জানানো হবে।
খালেদ মাহমুদ ভূঁইয়ার মালিকানাধীনফকিরাপুলে ইয়ংমেনস ক্লাবে অভিযান চালিয়ে দুই নারীকর্মীসহ ১৪২ জনকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় মদ আর জুয়ার বিপুল সরঞ্জাম। ২৪ লাখ টাকাও সেখান থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের পর গুলশান ২ নম্বরের ৫৯ নম্বর সড়কে খালেদের বাড়ি এবং ইয়ংমেনস ক্লাবে একযোগে অভিযান চালায় র্যাব।
এএইচএস/বিএস/এসএমএম