
যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের দায়িত্ব পাওয়া চয়ন ইসলাম জানিয়েছেন, আগামী সম্মেলন উৎসবমুখর করাই এই মুহূর্তে তাদের প্রধান চ্যালেঞ্জ।
বুধবার (২২ অক্টোবর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটির প্রথম বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
চয়ন ইসলাম বলেন, যুবলীগ ঐক্যবদ্ধ আছে। তবে মাদক, দুর্নীতি, চাঁদাবাজ ও অনুপ্রবেশকারীদের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে রয়েছি আমরা। যাদের বিরুদ্ধে এসব অভিযোগ রয়েছে তাদের সঙ্গে আর যুবলীগ নেই।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব হারুনুর রশিদ জানান, সম্মেলন প্রস্ততি পূর্নাঙ্গ কমিটি গঠন হবে আজ। তবে আগামী সম্মেলনের আগে যুবলীগে আর কোন নতুন কমিটি হবে না।
দায়িত্ব পালনে সবার সহযোগিতা পাচ্ছেন জানিয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির এই সদস্য সচিব বলেন, যুবলীগকে নিয়ন্ত্রণ করেন একমাত্র শেখ হাসিনা। তিনি যেভাবে বলবেন সেভাবেই সংগঠন পরিচালিত হবে। এ সময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্যরা, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এএইচএস/একেএস