
কিডনি ক্যান্সারে আমেরিকায় দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন বিএনপির ভাইস-চেয়ারম্যান সাদেক হোসেন খোকার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটেছে। তিনি নিউইয়র্কের ম্যানহাটনে স্লোশেন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে কিডনি ক্যান্সারে আক্রান্ত হয়ে অনেক দিন যাবৎ চিকিৎসারত আছেন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) বিষয়টি দৈনিক জাগরণকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, সোমবার থেকে তার শারীরিক অবস্থার অনেকটা অবনতি হয়েছে। তিনি ঢাকার সাবেক মেয়র খোকার ছেলে ইশরাক হোসেনের বরাত দিয়ে জানান, খোকার সুস্থ্যতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
টিএস/টিএফ