• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২০, ০৩:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১১, ২০২০, ০৩:৩৫ পিএম

খুলনা-বরিশাল

রোববার প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

রোববার প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ● ফাইল ছবি

কোভিড-১৯ এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর প্রশাসনিক ব্যক্তিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দিক-নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১২ এপ্রিল) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী এই ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।

এর আগে গত ৭ এপ্রিল (মঙ্গলবার) চট্টগ্রাম ও সিলেট বিভাগের কর্মকর্তা ও জনপ্রতিনিধের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, ভিডিও কনফারেন্সের শুরুতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এরপর জেলা প্রশাসক ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে স্ব স্ব জেলার অবস্থান জানবেন। ভিডিও কনফারেন্সটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও কয়েকটি বেসরকারি টেলিভিশন ও সোস্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হবে।

৩০ মার্চ (সোমবার) করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বিভিন্ন জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন।

জেডএইচ/এসএমএম

আরও পড়ুন