নোয়াখালীর ভাসানচরে দ্বিতীয় ধাপে নেয়া হলো আরও ২৭৭ জন রোহিঙ্গাকে।
শুক্রবার (৮ মে) দুপুরে নৌবাহিনীর একটি জাহাজে তাদের ভাসানচরের রোহিঙ্গা পুনর্বাসন ক্যাম্প স্বপ্নপুরীতে নেয়া হয়। তবে বেশ কিছুদিন ধরেই এই রোহিঙ্গারা নৌকায় করে গভীর সাগরে ভাসছিলেন।
নোয়াখালীর পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, দ্বিতীয় ধাপে আসা রোহিঙ্গাদের মধ্যে নারী ১৮০ জন এবং পুরুষ ও শিশু ৯৭ জন।
নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস জানান, রোহিঙ্গাদের স্বাস্থ্য পরীক্ষার পর পুনর্বাসন ক্যাম্পে রাখার কাজ চলছে। এর আগে গত ২ মে ২৮ রোহিঙ্গা ও বাংলাদেশি এক দালালকে ওই ক্যাম্পে পাঠানো হয়।
এসএমএম