• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মার্চ ২৪, ২০২১, ০১:২৮ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৪, ২০২১, ০১:৫৪ পিএম

আপাতত লকডাউন নয়: স্বাস্থ্যমন্ত্রী

আপাতত লকডাউন নয়: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, “আপাতত লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়। স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।”

বুধবার (২৪ মার্চ) সকালে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এই কথা বলেন।

করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, “হাসপাতালে করোনা রোগীদের জন্য নতুন আইসিইউ বেড যুক্ত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হচ্ছে।”

সংক্রমণ বেড়ে যাওয়ার কারণ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “যারা কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন তারাই সংক্রমণ বাড়িয়েছেন।”

আগামী ২ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।