প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের জায়গা নেই, সরকারের মদদপুষ্টদের স্বার্থই বাজেটে স্থান পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (৩ জুন) ২০২১-২২ বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, “দরিদ্র হতদরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, ক্ষুদ্র এবং কুটির শিল্পে সংযুক্ত দেশের প্রায় ৫ কোটি মানুষের বিষয়ে কোনো নতুন বিষয় নাই।”
স্বাস্থ্যখাতকে গতিশীল করতে অন্তত পাঁচ শতাংশ জিডিপি দেওয়া উচিত ছিল, সেটি নাই বলে তিনি উল্লেখ করেন।
এই বাজেটকে গতানুগতিক একটি নিয়মতান্ত্রিক বলে মন্তব্য করেন সাবেক মন্ত্রী।
আমির খসরু বলেন, “বাস্তবায়ন নিয়ে সংশয় আছে। সারা বিশ্বে নিম্নবিত্তের মানুষদের বাঁচাতে বাজেট হয়, বাংলাদেশে সেটি হয় না। ক্ষমতাসীনদের ভাগ্যের পরিবর্তন ঘটবে কিন্তু দেশের মানুষের কোন পরিবর্তন ঘটবে না। স্বজনপ্রীতি, স্বজনতোষণের অর্থনীতি অনুসরণ করে এই বাজেট হয়েছে।”