• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ৯, ২০২২, ০৬:৪১ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৯, ২০২২, ০৬:৪১ পিএম

লুটপাটের জন্য বাজেট দিয়েছে সরকার: ফখরুল

লুটপাটের জন্য বাজেট দিয়েছে সরকার: ফখরুল

লুটপাট করার জন্য সরকার ছয় লাখ কোটির বেশি টাকার বাজেট দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি'স মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বৃহস্পতিবার (৯ জুন) রাজধানীতে বিএনপির কাফরুল থানার চারটি ওয়ার্ডের কাউন্সিলে বক্তৃতাকালে তিনি একথা বলেন। রাজধানীর কল্যাণপুরে সাবেক সংসদ সদস্য এস এ খালেকের বাড়ি সংলগ্ন মাঠে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এই বাজেট নিয়ে বিএনপি'র কিছু বলার নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জনগনের নির্বাচিত সরকার নয় বলেই এই সরকারের বাজেট দেয়ার কোন অধিকার নেই।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা এর আগে বাজেটের প্রতিক্রিয়া দিয়েছি, বিভিন্ন সময় কথা বলেছি। কিন্তু এবার দিতে চাই না। দিতে চাই না যে, কোন বাজেটের প্রতিক্রিয়া দিবো? কার বাজেট? কারা এই বাজেট করছে? যারা জনগণের প্রতিনিধিত্ব নয়। তাদের বাজেট দেওয়ার কোনো অধিকার নেই।’

বাজেট নিয়ে সরকারের সমালোচনায় মির্জা ফখরুল বলেন, ‘তারা এই সমস্ত বাজেট তৈরি করে নিজেদের দলের জন্য। কী করে ভবিষ্যতে আরও লুট করবে। তার একটা হিসাব তৈরি করে।’ 

তিনি বলেন, ‘এবার বাজেট দিয়েছে ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার। এই বাজেট থেকে কতটা লুট করবে সেই হিসাব করা হচ্ছে। সুতরাং এই বাজেট নিয়ে কী বলব উত্তর পাই না।’