শেখ হাসিনার নেতৃত্বে গঠন হতে যাওয়া সরকারে নতুন মুখ হিসেবে দেখা যাবে ১৪ জনকে। এর বাইরে কয়েকজনকে আবার নতুন দায়িত্ব দিয়ে মন্ত্রিসভায় ফিরিয়ে আনা হচ্ছে।
বুধবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীর নাম পড়ে শোনান।
বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নতুন মন্ত্রী যারা
নতুন সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাবেন যারা তাদের মধ্যে নতুন মুখ হিসেবে আছেন সাবেক চিফ হুইপ আবদুস শহীদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, ময়মনসিংহের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আবদুস সালাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, রাজবাড়ীর সংসদ সদস্য জিল্লুল হাকিম, টেকনোক্রাট কোটায় নতুন মুখ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সামন্ত লাল সেন।
নতুন প্রতিমন্ত্রী যারা
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন যে ১১ জন তাদের মধ্যে নতুন হলেন- সিমিন হোসেন রিমি, মোহাম্মদ আলী আরাফাত, মুহিববুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী ও আহসানুল ইসলাম টিটু।
আবার ফিরলেন যারা
আওয়ামী লীগ সরকারের আমলে এর আগে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো দলের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নৌপরিবহন ও স্থানীয় সরকার উপমন্ত্রীর দায়িত্ব সামলানো সাবের হোসেন চৌধুরী এবার মন্ত্রী হতে যাচ্ছেন। এক সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক সচিব ও দলের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্টও হয়েছিলেন।
মন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন সাবেক মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী খুলনার সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ।
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে। নতুন সরকারে কে কোন মন্ত্রণালয় পাবেন, তা জানা যাবে দপ্তর বণ্টনের পর।
জাগরণ/জাতীয়/মন্ত্রিসভা/এমএ