• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২১, ০১:১৮ এএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২১, ১১:০১ এএম

মাছ ধরতে গিয়ে দুই বাংলাদেশির মৃত্যু

মাছ ধরতে গিয়ে দুই বাংলাদেশির মৃত্যু

মাস যেতে না যেতেই অস্ট্রেলিয়ার সিডনিতে একই জায়গা থেকে আবারও এলো মৃত্যুর সংবাদ। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় পোর্ট ক্যাম্বেলার সমুদ্রে মাছ ধরতে গিয়ে এবার মাহাদী খান ও মোজাফফর আহমেদ নামে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। তিন সপ্তাহ আগে একই জায়গায় সাগরের ঢেউয়ে তিনজনের প্রাণহানি ঘটেছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, পোর্ট ক্যাম্বেলার হিল ৬০ এলাকায় পাথুরে অংশে দাঁড়িয়ে মাছ ধরছিলেন কয়েকজন। হঠাৎ বড় ঢেউয়ের ধাক্কায় পাথরের ওপর ছিটকে পড়েন তারা। এতে মোজাফফর ও মাহাদী ঢেউয়ের সঙ্গে ভেসে যান। সঙ্গে থাকা অন্যজন থেকে যান নিরাপদে। 

নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ওই দুজনকে সমুদ্র থেকে তুলে আনেন। কিন্তু এর আগেই মাহাদী খান মারা যান। মুমূর্ষু অবস্থায় মোজাফফর আহমেদকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি উদ্ধার করে আইন অনুযায়ী তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নিহত মাহাদী খান ও মোজাফফর আহমেদ সিডনির লাকেম্বা ও ওয়ালি পার্কের বাসিন্দা। তারা লাকেম্বা এলাকায় ব্যবসা করতেন। শৌখিন মাছ শিকারি হিসেবে তারা সেই এলাকায় বেশ পরিচিত ছিলেন।

  • প্রবাস এর আরও খবর