ইতালিতে এক বাংলাদেশি তরুণকে গলা কেটে হত্যা করা হয়েছে।
গত মঙ্গলবার (৮ জুন) রাতে দেশটির তুরিন শহরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম মোহাম্মদ ইব্রাহিম। তার বাড়ি নোয়াখালী জেলায় বলে নিশ্চিত করেছেন এক প্রবাসী।
স্থানীয় গণমাধ্যম তরিনো টুডে জানিয়েছে, এই হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে স্থানীয় সময় বৃহস্পতিবার পোর্তা নৌভা স্টেশন থেকে আরেক বাংলাদেশিকে আটক করেছে মোবাইল পুলিশের একটি স্কোয়াড।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ বছর বয়সী ইব্রাহিম তুরিনের কর্সো ফ্রান্সিয়া ৯৫ ভবনে থাকতেন। দেহ থেকে তার মাথা প্রায় বিচ্ছিন্ন ছিল।
স্থানীয় প্রসিকিউটর ভ্যালেন্টিনা সেলারোলি জানিয়েছেন, এ বিষয়ে তদন্ত চলছে।
দেশটির পুলিশ বলছে, খুনিকে শনাক্ত করতে সিসি ক্যামেরার ভিডিও খতিয়ে দেখা হচ্ছে।