• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৫ মাঘ ১৪৩১
প্রকাশিত: জুন ৫, ২০২১, ০৬:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৫, ২০২১, ০৬:৪৩ পিএম

সাবেক উপসচিব মুজতাবা রিজওয়ান আর নেই

সাবেক উপসচিব মুজতাবা রিজওয়ান আর নেই

সাবেক উপসচিব মুজতাবা রিজওয়ান আর নেই। গত ৩ জুন (বৃহস্পতিবার) সকাল ১০টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

রোববার (৬ জুন) রাজধানীর ডরমিটরি মইনুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে।

বিসিএস ৮৫ব্যাচের সম্মিলিত মেধা তালিকার ষষ্ঠ স্থান, বিসিএস প্রশাসন একীভূত তালিকার চতুর্থ ও তৎকালীন বিসিএস সচিবালয় ক্যাডারের প্রথম, তুখোড় মেধাবী ছিলেন তিনি।

মুজতাবা রিজওয়ানের জন্ম ১১ সেপ্টেম্বর ১৯৬২ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। ১৯৮৮ সালে তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন।

সুন্দর আচরণ ও অহংকারমুক্ত একজন সাদামনের মানুষ ছিলেন মুজতাবা রিজওয়ান। জীবনের চরম সংকট মুহূর্তেও তিনি ছিলেন অটল, অনড়, স্থির ও হাস্যেজ্জ্বল। তাঁর মতো এমন একজন মানুষের চলে যাওয়া সমাজ ও রাষ্টের জন্য এক বিরাট ক্ষতি বলে মনে করেন মরহুমের নিকটজনেরা। তারা বলেন, মুজতাবা রিজওয়ান কোনো অন্যায় ও অনৈতিকতার কাছে হার মানেননি। জাগতিক বস্তুগত উন্নতির প্রতি তাঁর কোনো আকর্ষণ ছিল না। যার ফলে তিনি অত্যন্ত সাধারণ মানের জীবনযাপন করে গেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন সবাই।