• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ১১, ২০২১, ০৪:৫০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১১, ২০২১, ০৫:১৭ পিএম

ইতালির সাম্প্রতিক ছবি নিয়ে উৎসব, সহযোগী জাগরণ

ইতালির সাম্প্রতিক ছবি নিয়ে উৎসব, সহযোগী জাগরণ

ইতালিতে মুক্তি পাওয়া নতুন ছবি নিয়ে ‘ফেয়ার সিনেমা’র ষষ্ঠ আয়োজনে অনলাইন মিডিয়া পার্টনার হয়েছে জাগরণ অনলাইন। ঢাকাস্থ ইতালির দূতাবাস ও ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার (আইএএফএম) উদ্যোগে ইতালিতে নির্মিত সাম্প্রতিক সময়ের ২৬টি ছবি দেখানো হবে ১৪ থেকে ২০ জুন। ছবিগুলো ‘ইটালিয়ানা’ ও ‘মাই মুভিজ’ নামের দুটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে স্ক্রিনিং করা হবে।

উৎসবে পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র দেখানো হবে। এছাড়া মাস্টারক্লাস থাকবে একটি, বক্তৃতা হবে দুটি।

এই উৎসবের উদ্বোধন করবেন ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা ও আইএএফএমের চেয়ারম্যান মির্জা আবদুল খালেক। মাস্টারক্লাস নেবেন ইতালির চলচ্চিত্র পণ্ডিত ও চিত্রনাট্যকার জিওভানি রাবিয়ানো। বাংলায় দুটি ব্ক্তৃতা দেবেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্রবিষয়ক লেখক সঞ্জয় মুখোপাধ্যায়।