ইতালিতে মুক্তি পাওয়া নতুন ছবি নিয়ে ‘ফেয়ার সিনেমা’র ষষ্ঠ আয়োজনে অনলাইন মিডিয়া পার্টনার হয়েছে জাগরণ অনলাইন। ঢাকাস্থ ইতালির দূতাবাস ও ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার (আইএএফএম) উদ্যোগে ইতালিতে নির্মিত সাম্প্রতিক সময়ের ২৬টি ছবি দেখানো হবে ১৪ থেকে ২০ জুন। ছবিগুলো ‘ইটালিয়ানা’ ও ‘মাই মুভিজ’ নামের দুটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে স্ক্রিনিং করা হবে।
উৎসবে পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র দেখানো হবে। এছাড়া মাস্টারক্লাস থাকবে একটি, বক্তৃতা হবে দুটি।
এই উৎসবের উদ্বোধন করবেন ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা ও আইএএফএমের চেয়ারম্যান মির্জা আবদুল খালেক। মাস্টারক্লাস নেবেন ইতালির চলচ্চিত্র পণ্ডিত ও চিত্রনাট্যকার জিওভানি রাবিয়ানো। বাংলায় দুটি ব্ক্তৃতা দেবেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্রবিষয়ক লেখক সঞ্জয় মুখোপাধ্যায়।