• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩০, ২০২১, ০৩:০৫ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০২৩, ০১:৩৮ এএম

সাংবাদিক ঐক্য ফেডারেশনের সভাপতি রিপন, সম্পাদক আলম

সাংবাদিক ঐক্য ফেডারেশনের সভাপতি রিপন, সম্পাদক আলম

আমিনুল ইসলাম রিপনকে সভাপতি ও এসএম বদরুল আলমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফেডারেশন ১০১ সদস্য কমিটি গঠন করা হয়েছে।

বুধবার বিকেল ৪ টায় রাজধানীর কচুক্ষেত ক্যান্টনমেন্ট রেস্টুরেন্টে সকলের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় কমিটি গঠন নিয়ে আলোচনা করেন সাংবাদিকরা। এসময় উপস্থিত ছিলেন- মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপনসহ অন্যান্য সাংবাদিকরা।

সাংবাদিক একটি মহৎ পেশা। এই পেশা সামনে এগিয়ে নেয়ার জন্য সকল সাংবাদিকদের মতামতের ওপর ভিত্তি করে বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফেডারেশনের এই কমিটি গঠন করা হয়।

এই কমিটি গঠনের ১০১ সদস্য নিয়ে বিভিন্ন পদ গ্রহণ করেন কমিটির সকল সাংবাদিকরা।

আলোচনায় বলা হয়- সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ও অসহায় সাংবাদিকদের পাশে থাকা এই ফেডারেশনের লক্ষ্য ও উদ্দেশ্য।

পরবর্তীতে পর্যায়ক্রমে ঢাকা মহানগর ও প্রতিটি জেলায় কমিটি গঠন করা হবে বলেও আলোচনা করা হয়।