• ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুন ২৩, ২০১৯, ০২:২৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৩, ২০১৯, ০২:২৬ পিএম

জুলাই থেকে ভারতে দেখা যাবে বিটিভি : তথ্যমন্ত্রী 

জুলাই থেকে ভারতে দেখা যাবে বিটিভি  : তথ্যমন্ত্রী 
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

জুলাই মাসে ভারতে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান দেখা যাবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, দীর্ঘ দিনের এই প্রচেষ্টা সফল হতে যাচ্ছে। এজন্য বাংলাদেশের একটি কারিগরি টিম এখন ভারতে কাজ করছে।

রোববার (২৩ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 

তথ্যমন্ত্রী বলেন, বিটিভিসহ বাংলাদেশের চ্যানেলের ভারতে অবান্তর প্রচারের বিষয়টি নিয়ে সরকার দীর্ঘদিন ধরে কাজ করছে। আমরা সফল হতে যাচ্ছি। আগামী জুলাই মাস থেকে বিটিভি ভারতে দেখা যাবে। এরপর পর্যায়ক্রমে বাংলাদেশের সব চ্যানেল ভারতে দেখা যাবে।

তিনি বলেন, আরো একটি কারিগরি টিম আগামী ২৫ তারিখ ভারত যাবে এবং তারা ফিরে এলেই জুলাইয়ের কত তারিখ থেকে বিটিভি দেখা যাবে তা ঠিক হবে। বাংলাদেশ বেতারের আনুষ্ঠান মালাও ভারতে প্রচারের জন্য সরকার কাজ করছে বলেও জানান তিনি।

এমএএম /বিএস