• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২০, ০৮:১৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৬, ২০২০, ০৮:১৬ পিএম

করোনার উৎপত্তি ল্যাবে!

প্রমাণ নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে : চীন

প্রমাণ নেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে : চীন

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের উৎপত্তি ল্যাবে হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এমন মন্তব্যের কোনও প্রমাণ নেই বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেইজিংয়ের এক ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জাও লিজিয়ান এ তথ্য জানান।

চীনের উহান শহরের ল্যাব থেকে উৎপত্তি হয়ে এ ভাইরাস ২০১৯ এর শেষ দিকে  বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়ে এমন এক অভিযোগের উত্তরে লিজিয়ান এ কথা বলেন।

 

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অফিসিয়ালভাবে বারবার বলে আসছে করোনাভাইরাস ল্যাবরেটরিতে উৎপত্তি হয়েছে। কিন্তু তাদের কাছে কোনও প্রমাণ নেই।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (১৫ এপ্রিল) জানায়, চীনের উহানের ল্যাব থেকে কীভাবে করোনা ছড়ানো হয়েছে তা খতিয়ে দেখছে তার সরকার।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, বেইজিং করোনা বিষয়ে যা জানে তা পরিষ্কার করা প্রয়োজন।

এসএমএম

আরও পড়ুন