• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ২০, ২০২১, ১১:২৭ এএম
সর্বশেষ আপডেট : মে ২০, ২০২১, ১১:৩৮ এএম

বুদ্ধপূর্ণিমায় হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

বুদ্ধপূর্ণিমায় হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

২০২১ সালের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে বুদ্ধপূর্ণিমায়, ২৬ মে। এটি ‘টোটাল লুনার এক্লিপস’ বা ‘পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ’ হবে। পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন ছায়া এলাকা দিয়েই অগ্রসর হবে চাঁদ। এ সময় চাঁদকে লালচে কমলা রঙের দেখায়। আকারেও বেশ বড় হয়। তাই একে ‘ব্লাড মুন’- ও বলা হয়।

২৬ মে বুধবার দুপুর ২টা ১৭ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৭টা ১৯ মিনিট পর্যন্ত। পূর্ণগ্রহণ স্থায়ী হবে ১৪ মিনিট। এই সময় রং ও আকার-আয়তনে ভিন্ন দেখাবে চাঁদ। 

এই চন্দ্রগ্রহণ অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশ, দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখা যাবে। ভারতের পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, মিজোরাম, নাগাল্যান্ড, পূর্ব ওড়িশা, মণিপুর, ত্রিপুরা, আসাম এবং মেঘালয় থেকে দেখা যাবে এই গ্রহণ। এছাড়া বাংলাদেশ থেকেও এই গ্রহণ দেখা যাবে।

এ বছর আরও তিনটি গ্রহণের সাক্ষী থাকবে বিশ্ব। ১০ জুন হবে অ্যানুলার সোলার ইক্লিপস, ১৯ নভেম্বর হবে আংশিক চন্দ্রগ্রহণ এবং ৪ ডিসেম্বর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে পারে।