• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১, ০৪:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৬, ২০২১, ০৪:৫৩ পিএম

যেভাবে ডিলিট হওয়া ছবি-ভিডিও ফিরিয়ে আনবেন 

যেভাবে ডিলিট হওয়া ছবি-ভিডিও ফিরিয়ে আনবেন 

ভুলবশত অনেকেই ফোনে থাকা প্রয়োজনীয় অনেক ছবি, ভিডিও ও ফাইল ডিলিট করে ফেলেন। তাছাড়া মেমোরি কার্ডে রাখলেও নিরাপদ থাকে না। যেকোনো সময়ে বিনা কারণে তা ফরম্যাট হয়ে যেতে পারে। তাহলে উপায় কি?

অ্যানড্রয়েড ব্যবহারকারীরা খুব সহজেই ফোনের ডিলিট হয়ে যাওয়া ডেটা রিকভারি করতে পারেন দুই উপায়ে।
 
পদ্ধতি-১

  • গুগল প্লে-স্টোর থেকে পছন্দমতো ‘ফাইল রিকভারি সফটওয়্যার’ ডাউনলোড করে নিন। এর মধ্যে ‘রেকুভা’ (Recuva) সফটওয়্যার বেশ জনপ্রিয়।
  • প্রয়োজনীয় ফাইলগুলো আগে অন্য কোথাও কপি বা ব্যাকআপ করে রাখুন। যাতে রিকভারের সময় ভুলবশত সব ফাইল ডিলেট হয়ে না যায়।
  • ব্যাকআপ নেওয়া হয়ে গেলে রেকুভা সফটওয়্যার ওপেন করে মেনু থেকে SD Card সিলেক্ট করুন। এখানে ডিলেট হওয়া ফাইলগুলোর একটি তালিকা আসবে। এখান থেকে প্রয়োজনীয় ফাইল বা ছবিগুলো রিকভার করা শুরু করুন।

পদ্ধতি-২

  • প্রথমে গুগল প্লে-স্টোর থেকে Disk Digger App ইনস্টল করে নিন।
  • অ্যানড্রয়েড ফোন রুট করার নিয়ম বা পদ্ধতি গুগল থেকে জেনে নিতে পারেন। যাদের ফোন রুট করা আছে, তারা প্রথমেই ডিলেট হওয়া ফোল্ডারগুলো বেছে নিন।
  • ফাইল টাইপ (যেমন, JPG, PNG, 3gp বা Mp4) সিলেক্ট করুন। এবার সেভ বাটনে ক্লিক করা ফাইলগুলো রিকভার করে ফেলতে পারবেন।

জাগরণ/এমইউ