• ঢাকা
  • মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৫ মাঘ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২২, ১২:২১ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩০, ২০২২, ০৬:২৪ এএম

ট্যাংকে ফাটল, বন্ধ হল নাসার চন্দ্র মিশন

ট্যাংকে ফাটল, বন্ধ হল নাসার চন্দ্র মিশন
সংগৃহীত ছবি

নাসার মিশন আর্টেমিসের রকেটের ইন্টারট্যাংকে ফাটল দেখা দিয়েছে ফলে আপাতত চাঁদে যাওয়া হচ্ছে না মানুষের।

রকেটের যে অংশ তরল হাইড্রোজেন ও তরল অক্সিজেন ট্যাংকের সঙ্গে যুক্ত, সেখানেই ধরা পড়েছে ওই ফাটল।

নাসার প্রকৌশলীরা বলেছেন, ওই ক্রুটি তারা পরীক্ষা করে দেখছেন।

এর বাইরে রকেটের চারটি বড় এরএস-২৫ ইঞ্জিনের একটিতেও সমস্যা দেখা দিয়েছে। এ নিয়ে কাজ করছে নাসার বিশেষজ্ঞ দল।

অ্যাপোলো মিশনে চন্দ্রপিঠে অবতরণের ৫০ বছর পর আবারও মানুষকে চাঁদে নিয়ে যেতে নাসার এই মিশন পরিচালনা হবার কথা। এই অভিযানকে নাসার মঙ্গল গ্রহে অভিযানের পূর্ব প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।

নাসা জানিয়েছে, দ্রুত যান্ত্রিক ত্রুটি দূর করে চাঁদের উদ্দেশ্যে উড়াল দেবে নাসার রকেট। 

জাগরণ/বিজ্ঞানওপ্রযুক্তি/এসএসকে