• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৮, ০৩:১৫ পিএম

তবে কি বার্সাতেই আসছেন পগবা? 

তবে কি বার্সাতেই আসছেন পগবা? 
মেসি, পগবা ও বিখ্যাত তুর্কি শেফ নুসরাত। ছবি: ইন্সটাগ্রাম

 

গেলো মৌসুমে পল পগবার বার্সেলোনাতে যোগ দেওয়া নিয়ে ঘোর গুঞ্জন ওঠে। প্রিমিয়ার লীগে ম্যানচেস্টার ইউনাইটেডের খাবি খাওয়া আর কোচ হোসে মরিনহোর সাথে পগবার শীতল সম্পর্ক সেই গুঞ্জনের পালে আরও জোর হাওয়া লাগায়। 

তবে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতে এসে এখনো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েই খেলছেন পগবা। তবে বার্সাতে যাওয়ার ব্যাপারে পগবা যে আগ্রহী, তা নিজেই কয়েকবার জানিয়েছেন তিনি। আর এবার হয়তো ব্লুগ্রানাদের জার্সি গায়েই দেখা যাবে ২০১৮ বিশ্বকাপ জয়ী এ তারকা ফুটবলারকে। 

আর্জেন্টিনা দল থেকে স্বদিচ্ছায় নির্বাসনে থাকা লিওনেল মেসির আপাতত নেই কোনো ম্যাচ। আর থাই ইনজুরির কারণে ফ্রান্স দল থেকে পগবাও আছেন বিশ্রামে। সেই সুযোগেই এক হলেন এই দুই তারকা। 

ইন্টারন্যাশনাল ব্রেকে দুবাইয়ে তুরস্কের বিখ্যাত শেফ নুসরাতের রেস্টুরেন্টে একসাথে দেখা গেছে তাদের। সেখানে একসাথে ডিনার করার পাশাপাশি তাদের অনেকক্ষণ আলোচনা করতেও দেখা গিয়েছে। মেসি জানিয়েছেন, পগবাকে আমন্ত্রণ জানানোর জন্য নাকি প্রস্তুত ন্যু-ক্যাম্পও। 

গুঞ্জন অনুযায়ী ইতোমধ্যেই পগবাকে ৫ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে বার্সেলোনা বোর্ড। আর সবকিছু ঠিকভাবে চলতে থাকলে পরের মৌসুমেই হয়তো মেসি-কৌতিনহোদের সাথে মাঠ মাতাতে দেখা যাবে এই ফ্রেঞ্চ তারকাকে।  

এসএইচএস /আরএস