আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পালন না করার ঘোষণা দিয়েছেন বিসিবির পরিচালক ও টাইগারদের সাবেক ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
শনিবার (৩ মার্চ) গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমন ঘোষণা দিয়ে জানান, গত কয়েক সিরিজের ধারাবাহিকতায় বিশ্বকাপে ম্যানেজারের দায়িত্বে তিনি থাকছেন না।
হ্যামিল্টন টেস্টে ইনিংস ব্যবধানে বাংলাদেশের পরাজয়ের পরেও এই ম্যাচ থেকে আসা প্রাপ্তিগুলো ওয়েলিংটন টেস্টের প্রেরণা হবে- এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, 'এটা খুবই ভালো যে আমরা চেষ্টা করছি উইকেটে থাকার, রান করার। সৌম্য-রিয়াদের কাছ থেকে বড় ইনিংস এসেছে। আমরা যদিও ইনিংস ব্যবধানে হেরেছি, তারপরেও এখান থেকে পরের দুই টেস্টের জন্য আমাদের অনেক কিছু নেয়ার আছে।'
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে না খেলানোয় অবাক হয়েছেন বলে জানিয়ে খালেদ মাহমুদ সুজন বলেন, 'এই প্রথম মনে হয় বাংলাদেশ তিনজন নবীন পেসার নিয়ে খেলেছে। কোনো অভিজ্ঞ বোলার ছিল না লাইন আপে। সাকিবও নেই। এখানে বলতে গেলে মিরাজই অভিজ্ঞ। এই কন্ডিশনে দুই-একজন অভিজ্ঞ বোলার থাকলে অবশ্যই দলের জন্য ভালো।'
তিন পেসারের পারফর্মেন্সে নিজের হতাশার কথা জানিয়ে টাইগারদের সাবেক এই ক্রিকেটার বলেন, 'অনভিজ্ঞ হলেও তাদের কাছে প্রত্যাশা বেশি ছিল।'
প্রসঙ্গত, বর্তমানে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট। গত বছরের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন আকরাম খান। লজিস্টিক ম্যানেজার হিসেবে ছিলেন দেবব্রত পাল। তার আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্রিকেট অপারেশন্স ম্যানেজার সাব্বির খানকে টাইগারদের ম্যানেজারের দায়িত্ব সামলাতে হয়েছিল। বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার কে হচ্ছেন- তা এখনো পরিষ্কার নয়।
আরএস