• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: মার্চ ৫, ২০১৯, ১১:১২ এএম

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন তাহির

ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানাবেন তাহির

 

দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটের পর ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

ওয়ানডেতে প্রোটিয়াদের হয়ে এক ম্যাচে সর্বাধিক ৭ উইকেট দখল এবং দ্রুততম ১০০ উইকেট পাওয়ার রেকর্ড রয়েছে পাকিস্তানে জন্ম নেয়া ৩৯ বছর বয়সী তাহিরের। এখন পর্যন্ত ৯৫ ওয়ানডে ম্যাচ খেলে তিনি ২৪.৫৬ গড়ে ১৫৬ উইকেট পেয়েছেন।  

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে তাহিরের যাত্রা শুরু হয়েছিল। এবার ২০১৯ বিশ্বকাপের পরেই থেমে যাবে তার ওয়ানডে ক্রিকেটের পথ চলা।

নিজের অবসরের কথা জানিয়ে তাহির বলেন, 'আমি সবসময় বিশ্বকাপ খেলতে চেয়েছি। দারুণ একটি দলের হয়ে বিশ্বকাপ খেলতে পারা আমার জন্য বিশেষ একটি অর্জন হবে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে আমার একটি সমঝোতা হয়েছে। বিশ্বকাপেই আমি নিজের শেষ ওয়ানডে ম্যাচ খেলবো।' 

তাহির বলেন, 'অবসরের পর আমি বিশ্বের বিভিন্ন লীগে খেলতে পারবো। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমাকে সেই অনুমতি প্রদান করেছে। আমি দক্ষিণ আফ্রিকার হয়ে টি-২০ খেলা চালিয়ে যেতে চাই। টি-২০ তে ভালো অবদান রাখার সামর্থ্য আমার রয়েছে বলেই আমি মনে করি। বোর্ডের প্রতি আমি কৃতজ্ঞ আমাকে টি-২০ ফরম্যাটে খেলার সুযোগ করে দেয়ার জন্য।' 

আরএস