• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: মার্চ ১১, ২০১৯, ০৬:২৫ পিএম

সাবেক মেয়ে জামাইকে বাদ দেয়ায় খেপেছেন ম্যারাডোনা 

সাবেক মেয়ে জামাইকে বাদ দেয়ায় খেপেছেন ম্যারাডোনা 
সাবেক মেয়ে জামাই আগুয়েরো ও নাতির সঙ্গে ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। ছবি- টুইটার

 

মেসির দলে ফেরা আমাকে স্বস্তি দিয়েছে। তবে আগুয়েরোকে সে ডাকেনি। কারণ কি? সে এখন কোথায়? কোনো অনুষ্ঠানে নাকি তার বাসায় কোনো টেলিভিশন নেই?'  লিওনেল স্কোলানির উদ্দেশে  ক্রুদ্ধ ম্যারাডোনা।

 

আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কোলানির উপর খেপেছেন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা। সাবেক মেয়ে জামাই সার্জিও আগুয়েরোকে জাতীয় দল থেকে বাদ দেয়ায় নাখোশ আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী সাবেক এই ফুটবলার। 

আগামী ২২ ও ২৬ মার্চ যথাক্রমে ভেনেজুয়েলা এবং মরক্কোর সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের জার্সি না চড়ানো লিওনেল মেসি দীর্ঘ ৮ মাস পর দলে ফিরছেন এই দুটি ম্যাচ দিয়েই। দলে ডাকা হয়েছে অ্যানহেল ডি মারিয়াকেও। তবে ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো আগুয়েরোকে দলে ডাকেননি স্কোলানি।    

ক্ষুব্ধ ম্যারাডোনা তাই একহাত নিলেন বর্তমান আর্জেন্টিনা কোচের। মেক্সিকান ক্লাব দোরাদোসের বর্তমান কোচ ম্যারাডোনা বলেন, 'আগুয়েরোকে দলে না ডাকা এবং মেনোত্তিকে (সেজার লুইস মেনোত্তি- আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ) উপেক্ষা করা- চরম অসম্মানের সামিল। যদিও কখনো সে ভালো কোনো ফুটবলার ছিল না। সে শুধু ফুটবলারদের লাথি দিতে জানে। এর বাইরে কোনো জ্ঞান নেই তার।' 

ক্রুদ্ধ ম্যারাডোনা স্কোলানির সমালোচনা করে আরও বলেন, 'তাকে আমি কখনোই আমার দলে নিতাম না। সে তো ট্র্যাফিক নিয়ন্ত্রণ করতেই জানে না। মেসির দলে ফেরা আমাকে স্বস্তি দিয়েছে। তবে আগুয়েরোকে সে ডাকেনি। কারণ কি? সে এখন কোথায়? কোনো অনুষ্ঠানে নাকি তার বাসায় কোনো টেলিভিশন নেই?'

সাবেক মেয়ে জামাই আগুয়েরোর স্তুতি গেয়ে নানান সময়ে আলোচিত-সমালোচিত ম্যারাডোনা আরও বলেন, 'আমি জানি না জাতীয় দলে সুযোগ পেতে তাকে
(আগুয়েরো) আর কি কি করতে হবে! সে তো ম্যান সিটির সর্বোচ্চ গোলদাতা। সে দারুণ একজন ফুটবলার। সে যদি আমার এখানেও (দোরাদোসে) আসে, তবে তাকে আমি দিন-রাত ট্রেনিং করাতে প্রস্তুত।' 


এসএইচএস