• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: মার্চ ২২, ২০১৯, ০৩:০৬ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২৩, ২০১৯, ০২:০১ এএম

প্রত্যেক মৌসুমই ভিন্ন, তবে আমরা জয়ের জন্য খেলবো : ব্রাভো 

প্রত্যেক মৌসুমই ভিন্ন, তবে আমরা জয়ের জন্য খেলবো :  ব্রাভো 
চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার ডোয়েইন ব্রাভো। ছবি- টুইটার


‘প্রত্যেক মৌসুমই ভিন্ন। এটা নতুন মৌসুম। তবে আমরা জয়ের জন্যই এসেছি।’ - আইপিএল নিয়ে ডোয়েইন ব্রাভো  

শনিবার (২৩ মার্চ) থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ- আইপিএলের ১২তম আসর। শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিপক্ষে ম্যাচ দিয়ে চলতি বছরের আইপিএল শুরু করতে যাচ্ছে চেন্নাই। আগামীকাল চেপুকের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। 

এদিকে নতুন আসর শুরু করার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন চেন্নাইয়ের অন্যতম বড় তারকা ডোয়েইন ব্রাভো। ক্যারিবীয়ান এই অলরাউন্ডার বলেছেন, 'গত আসর অনেক আগেই শেষ। আমি সবসময় এখানে আসতে পছন্দ করি। চেন্নাইতে আমার ক্যারিয়ারের বেশ দারুণ কিছু ক্রিকেটীয় সময় কেটেছে। দুনিয়া জুড়েই আমাদের বড় একটি সমর্থকগোষ্ঠী রয়েছে। আবারো হলুদ জার্সি গায়ে জড়াতে এবং এই শহরের ক্রিকেট পাগল মানুষের জন্য লড়াই করতে আমরা মুখিয়ে আছি।'

লায়নরা রেকর্ড চতুর্থবারের মতো আইপিএলের শিরোপা উঁচিয়ে ধরতে খেলতে নামবে এবারের আসরে। এ ছাড়াও রেকর্ড প্রতিটি মৌসুমেই প্লে-অফ পর্বে জায়গা করে নেয়া চেন্নাইয়ের লক্ষ্য এবারো দারুণ কিছু করে দেখানো। আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অধীনে সেভাবেই দল সাজিয়েছে দক্ষিণ ভারতের দলটি। 

আইপিএলের ১১তম আসরে বেশ অভিজ্ঞ দল বানিয়ে আসরের শিরোপা জিতে নেয় চেন্নাই। আইপিএল ইতিহাসে বয়সে সবচেয়ে ভারী ক্রিকেটারদের নিয়ে দল গড়া চেন্নাইয়ে এবারো রয়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। দল নিয়ে ব্রাভোর অভিমত, 'খেলোয়াড় নিলামে চেন্নাই- অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি তরুণ ক্রিকেটারদের গুরুত্ব দেয়। চেন্নাইয়ের শক্তিশালী জায়গা সবসময় গোপন থাকে। এটাই বাকি দলগুলোর সঙ্গে আমাদের পার্থক্য গড়ে দেয়। আগের বছর অনেকেই আমাদের সামর্থ্য নিয়ে সন্দেহ করেছিল। তবে আমরা কিন্তু শিরোপা উঁচিয়েই ময়দান ছেড়েছিলাম।' 

 এসএইচএস