
হাঁটুর ইনজুরির কারণে মিয়ামি ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন টুর্নামেন্টের আটবারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস। অপরদিকে, তাইওয়ানের সু-ওয়েই সিয়েহর কাছে হেরে গিয়ে তৃতীয় রাউন্ডেই অঘটনের শিকার হয়ে বিদায় নিয়েছেন এক নম্বর তারকা নাওমি ওসাকা।
২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা সুইডেনের রেবেকা পিটারসনকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছিলেন। ২৭ বছর বয়সী চীনা খেলোয়াড় ওয়াং কিয়াংয়ের বিপক্ষে তার তৃতীয় রাউন্ডে খেলার কথা ছিল।
বাঁ হাটুর ইনজুরির কারণে নিজের নাম প্রত্যাহার করা নিয়ে হতাশা প্রকাশ করলেও সেরেনা উইলিয়ামস বলেন, আশা করি দারুণ সব ভক্তের মাঝে সামনের বছর আমি মিয়ামিতে আবারো ফিরে আসবো।
এদিকে, শনিবার (২৩ মার্চ) অনুষ্ঠিত ম্যাচে ২১ বছর বয়সী দুইবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা তাইওয়ানের সু-ওয়েই সিয়েহর কাছে প্রথম সেটে ৬-৪ গেমে হেরে যাওয়ার পর দ্বিতীয় সেটে টাইব্রেকারে ৭-৬ গেমে জয় পেয়েছিলেন। তবে তৃতীয় সেটে ৬-৩ গেমে র্যাংকিংয়ের ২৭ নম্বরে থাকা সু-ওয়েইর কাছে হেরে ওসাকা বিদায় নেন।
ওসাকাকে হারিয়ে দেয়ার পর এক প্রতিক্রিয়ায় সু-ওয়েই সিয়েহ বলেন, এটা আমার জন্য খুবই আবেগময় এক মুহূর্ত। যেকোনো সময়েই একজন শীর্ষে থাকা খেলোয়াড়কে হারিয়ে দেয়া দারুণ এক ব্যাপার।
আরএস