
ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপ এবং অ্যাশেজ সিরিজকে সামনে রেখে দুইজন নতুন বোলিং কোচকে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অ্যাডাম গ্রিফিথকে বিশ্বকাপের জন্য এবং ট্রয় কুলেকে অ্যাশেজ সিরিজের জন্য বোলিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে।
সোমবার (২৫ মার্চ) ক্রিকেট অস্ট্রেলিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাসমানিয়ার হয়ে ৫০টি প্রথম শ্রেণির ম্যাচ এবং ৫৪টি লিস্ট 'এ' ম্যাচ খেলা গ্রিফিথ ২০১১ সালে অবসরের পরে কোচিংকে তার পেশা হিসেবে বেছে নেন। ২০১৭ সালে তিনি তাসমানিয়া রাজ্য দলের হেড কোচ হিসেবে তিনি দায়িত্ব পান।
এর আগে তিনি ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বও গ্রিফিথ পালন করেছিলেন। অপরদিকে, বোলিং কোচ হিসেবে ট্রয় কুলে আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড জাতীয় দলে যুক্ত ছিলেন।
আরএস