• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৮, ০৭:৪০ পিএম

কাতার বিশ্বকাপই হবে সেরা বিশ্বকাপ- ফিফা প্রেসিডেন্ট  

কাতার বিশ্বকাপই হবে সেরা বিশ্বকাপ- ফিফা প্রেসিডেন্ট  

 

২০২২ কাতার বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি আরও ৪ বছর। তবে সুন্দর ও সফল একটি বিশ্বকাপ আয়োজন করতে কোনো রকমের চেষ্টায় বাকি রাখছেন না কাতার ফুটবল ফেডারেশন। 

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনোও বেশ আশাবাদী কাতার বিশ্বকাপ সম্পর্কে। কাতার বিশ্বকাপ নিয়ে তিনি বলেন, 'বিশ্ববাসীকে নিজেদের সামর্থ্য জানান দেওয়ার জন্য এটাই খুব ভালো একটা সুযোগ তাদের (কাতার) সামনে। রাশিয়া বিশ্বকাপ থেকে শিক্ষা নেওয়ার মতো অনেক কিছুই আছে। আর রাশিয়া বিশ্বকাপই আমার দেখা এ যাবৎকালের সেরা বিশ্বকাপ। তবে আশা করছি, কাতার সেটাকেও ছাড়িয়ে যাবে।' 

বিশ্ববাসীকে চমকে দেওয়ার জন্য প্রস্তুত কাতারও। ইতিমধ্যেই পুনর্নির্মাণ শেষ হয়েছে একটি স্টেডিয়ামের। পুনর্নির্মাণ চলছে আরও ৭টি ভেন্যুর। অঢেল টাকা ঢালছে কাতার বিশ্বকাপ কমিটিও। জাঁকজমকে কাতার বিশ্বকাপ যে আগের সবাইকে ছাড়িয়ে যাবে তা এখন অনেকটা অনুমেয়। 

এসএইচএস/আরআই