• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: মার্চ ৩০, ২০১৯, ০৫:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ৩১, ২০১৯, ০২:৫২ এএম

‘ফ্রান্স ফুটবলের’ সর্বকালের সেরা ৫০ কোচ

‘ফ্রান্স ফুটবলের’ সর্বকালের সেরা ৫০ কোচ

ফুটবল ইতিহাসে এ যাবতকালের সেরা ৫০ কোচের নাম-তালিকা প্রকাশ করেছে ‘ফ্রান্স ফুটবল’। প্রতিযোগিতামূলক ফুটবলে বিশ্বের সকল কোচের শিরোপা জয়, ব্যক্তিত্ব, দলে তার ভূমিকা, কোচ হিসেবে স্থিতিকাল এবং প্রভাব বিচার-বিশ্লেষণ করে এই তালিকাটি তৈরি করেছে ফ্রান্স ফুটবল। 

ফ্রান্স ফুটবলের এই হিসেব মতে, ম্যানচেস্টার ইউনাইটেডের বিশ্ব বরেণ্য কোচ স্যার অ্যালেক্স ফারগুসনকে পেছনে ফেলে সর্বোকালের সেরা কোচ হয়েছেন নেদারল্যান্ডের রিনাস মিচেলস। দ্বিতীয়তে আছেন ফারগুসন। তালিকার তৃতীয় স্থান ইতালির আরিগো সাচ্চির। 

কিংবদন্তি ফুটবলার ও জনপ্রিয় টিকি-টাকা ফুটবলের জনক ইয়োহান ক্রুইফ আছেন এই তালিকায় চতুর্থ স্থানে। এদিকে বার্সেলোনার হয়ে হেক্সা জয়ী কোচ পেপ গার্দিওলার স্থান তালিকার পাঁচে। সেরা ৫০ কোচের তালিকায় ঠাঁই পেয়েছেন রিয়াল মাদ্রিদের হয়ে টানা তিনটি চ্যাম্পিয়নস লীগ জয়ী কোচ জিনেদিন জিদানও। তিনি আছেন ২২ নম্বর স্থানে।   

 ফ্রান্স ফুটবল’ এর ঘোষিত সেরা ৫০ কোচ  


১. রিনাস মিচেলস (নেদারল্যান্ড)           
২. স্যার অ্যালেক্স ফারগুসন (স্কটল্যান্ড) 
৩. আরিগো সাচ্চি (ইতালি)   
৪. ইয়োহান ক্রুইফ (নেদারল্যান্ড)           
৫. পেপ গার্দিওলা (স্পেন)                 
৬. ভালেরি লোবানোভস্কি (সোভিয়েত ইউনিয়ন/ইউক্রেন) 
৭. হেলেনিও হেরেরা (আর্জেন্টিনা/ফ্রান্স)   
৮. কার্লো আঞ্চেলোত্তি (ইতালি)           
৯. আর্নস্ট হাপ্পেল (অস্ট্রিয়া)  
১০. বিল শাঙ্কলি (স্কটল্যান্ড)              
১১. ম্যাট বুসবি (স্কটল্যান্ড)                
১২. জিওভান্নি ত্রাপাত্তোনি (ইতালি) 
১৩. হোসে মরিনহো (পর্তুগাল)            
১৪. মিগুয়েল মুনোজ (স্পেন)              
১৫. ব্রায়েন ক্লো (ইংল্যান্ড) 
১৬. মার্সেল্লো লিপ্পি (ইতালি)              
১৭. নেরেও রোক্কো (ইতালি)               
১৮. লুইস ফন গাল (নেদারল্যান্ড) 
১৯. ওঁতমার হিৎযফেল্ড (জার্মানি)        
২০. বেলা গুতম্যান (হাঙ্গেরি/অস্ট্রিয়া)     
২১. ফ্যাবিও ক্যাপেলো (ইতালি) 
২২. জিনেদিন জিদান (ফ্রান্স)             
২৩. ভিক্টর মসলভ (সোভিয়েত ইউনিয়ন) 
২৪. হারবার্ট চাপম্যান (ইংল্যান্ড)
২৫. ইয়ুপ হেইঙ্কেস (জার্মানি)            
২৬. বব পেসলি (ইংল্যান্ড)                   
২৭. জুর্গেন ক্লপ (জার্মানি) 
২৮. অ্যালবার্ট ব্যাটয়েক্স (ফ্রান্স)          
২৯. গাস হিডিঙ্ক (নেদারল্যান্ড)             
৩০. উদো ল্যাটেক (জার্মানি) 
৩১. ডিয়েগো সিমিওনে (আর্জেন্টিনা)    
৩২. আর্সেন ওয়েঙ্গার (ফ্রান্স)               
৩৩. ভিসেন্তে দেল বস্ক (স্পেন) 
৩৪. জক স্টেইন (স্কটল্যান্ড)               
৩৫. তেলে সান্তানা (ব্রাজিল)                 
৩৬. ভিক বাকিংহাম (ইংল্যান্ড) 
৩৭. রাফায়েল বেনিতেজ (স্পেন)         
৩৮. হেনেস ওয়েইসওয়েইলার (জার্মানি)  
৩৯. ববি রবসন (ইংল্যান্ড) 
৪০. ডেটমার ক্রেমার (জার্মানি)          
৪১. মিরসিয়া লুকেসকু (রোমানিয়া)         
৪২. তমিস্লাভ ইভিচ (যুগোস্লাভিয়া/ক্রোয়েশিয়া)     
৪৩. স্টেফান কোভাকস (রোমানিয়া)    
৪৪. লুইস আরাগোনেস (স্পেন)              
৪৫. ফ্রাঙ্ক রাইকার্ড (নেদারল্যান্ড) 
৪৬. ওট্টো রেহহাগেল (জার্মানি)           
৪৭. রেমন্ড গোয়েথালস (বেলজিয়াম)       
৪৮. মার্সেলো বিয়েসলা (আর্জেন্টিনা) 
৪৯. এন্টোনিও কন্তে (ইতালি)             
৫০. হেয়ান - ক্লোদে সুয়াউদেউ (ফ্রান্স)

এসএইচএস