• ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: এপ্রিল ১, ২০১৯, ০৪:২১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১, ২০১৯, ১০:২৪ পিএম

বাংলাদেশে আসছে না নিউজিল্যান্ড যুবারা

বাংলাদেশে আসছে না নিউজিল্যান্ড যুবারা
নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল - ছবি : জাগরণ

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জঙ্গি হামলার ঘটনা ঘটে। অল্পের জন্য সেদিন ওই হামলা থেকে বেঁচে যায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এরপর দেশে ফিরেছে ক্রিকেটাররা। ছুটি কাটিয়ে ঢাকা ডিভিশন প্রিমিয়ার ক্রিকেট লীগ দিয়ে মাঠেও ফিরেছেন বেশ ক'জন। বলতে গেল সেই ঘটনা বাংলাদেশের জন্য এখন অতীত ইতিহাস। 

তবে মৃত্যুকে এত কাছ থেকে দেখে বাংলাদেশ দল সে দুর্ঘটনার পর স্বাভাবিক জীবনে ফিরলেও মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি নিউজিল্যান্ড ক্রিকেট। যে কারণে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের আসন্ন বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে!

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে সিরিজটি বাতিল হয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আমাদের নির্ধারিত সময়ে তারা দল পাঠাতে পারবে না। সেই সন্ত্রাসী হামলার মানসিক ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি তারা।  যেহেতু ক্রিকেটারদের সবাই এখনো কম বয়সী। সেই কারণে ক্রিকেটারদের বাবা-মা'রা এই সিরিজ খেলা নিয়ে অনিচ্ছা প্রকাশ করেছেন।’

আগামী ১০ এপ্রিল থেকে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে খেলার কথা ছিল নিউজিল্যান্ড অনূর্ধ্ব- ১৯ দলের। ভেন্যু ঠিক হয়েছিল চট্টগ্রাম ও কক্সবাজার। 

এসএইচএস