
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের পর এবার বাংলাদেশ সফর বাতিল করলো ওয়েস্ট ইন্ডিজ এ দল। আগামী মে মাসে তাদের বাংলাদেশ সফরে আসার কথা ছিল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ এ দলের সফর বাতিলের জন্য দায়ী তাদের ক্রিকেট বোর্ডের আর্থিক অসচ্ছলতা।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে জঙ্গি হামলার ঘটনার পর স্বাভাবিক জীবনে ফিরলেও মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে না পারায় বাংলাদেশ সফর বাতিল করেছে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।
এদিকে, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা পরিকল্পনার জন্য আইসিসির উপরেই আস্থা রাখছে বিসিবি। এ বিষয়ে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, প্রাক টুর্নামেন্ট প্রস্তুতির সময় ইংল্যান্ডের নিজস্ব খরচে ক্রিকেটারদের নিরাপত্তা দেবে বিসিবি। যদিও ভিন্ন ভিন্ন দেশের প্রটোকলের বাইরে গিয়ে বিসিবির বেশি কিছু করার নেই।
আরএস