• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: এপ্রিল ৬, ২০১৯, ১১:১৩ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৬, ২০১৯, ১০:৩৩ পিএম

বগুড়ায় ক্রিকেট একাডেমি চালুর পরিকল্পনায় মুশফিক

বগুড়ায় ক্রিকেট একাডেমি চালুর পরিকল্পনায় মুশফিক
বগুড়ায় শিশু-কিশোরদের সংগঠন বাবুইয়ের চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠানে মুশফিকুর রহিম

 

বাংলাদেশ ক্রিকেট দলের নির্ভরতার প্রতীক উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম তার নিজ জেলা বগুড়ার ক্রিকেট উন্নয়ন নিয়ে ভাবছেন। বিশ্বকাপের পরেই মুশফিকের বগুড়ায় নিজের উদ্যোগে ক্রিকেট একাডেমি চালুর পরিকল্পনা রয়েছে।

বগুড়ায় শিশু-কিশোরদের সংগঠন বাবুইয়ের চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠানে এসে মুশফিক নিজের এমন পরিকল্পনার কথা জানান।

মুশফিক বলেন, পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকার কারণে বগুড়া থেকে আন্তর্জাতিক মানের ক্রিকেটার উঠে আসছে না। একাডেমি চালুর পরে ক্রিকেটাররা পর্যাপ্ত সুবিধা পেলে অনেকেই ভালো করবে। আমি চাই আমার চেয়েও আরও পাঁচটা খেলোয়াড় এখান থেকে উঠে আসুক।

আরএস