• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: এপ্রিল ৮, ২০১৯, ০৩:২১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৯, ২০১৯, ০৩:২১ এএম

হোটেলে মিলল মালয়েশিয়ান গলফারের লাশ  

হোটেলে মিলল মালয়েশিয়ান গলফারের লাশ  
মালয়েশিয়ান গলফার আরি ইরাওয়ান - ছবি : টুইটার

মাত্র ২৮ বছর বয়সেই না ফেরার দেশে পারি জমালেন মালয়েশিয়ান গলফার আরি ইরাওয়ান। চলমান সানিয়া চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডের আগে হোটেলে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এই গলফারকে। 

বিষয়টি নিশ্চিত করেছেন পিজিএ ট্যুর কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, স্বাভাবিক মৃত্যু হয়েছে ইরাওয়ানের। তবে ময়না তদন্তের রিপোর্ট এখনো আসেনি। ২০১৩ সালে পেশাদার গলফে পা দেয়া ইরাওয়ান বর্তমান গলফ র‍্যাংকিংয়ের ১৩৬৬তম স্থানে ছিলেন। ২০১৫ সালে এশিয়ান ডেভেলপমেন্ট ট্যুরের দুটি ইভেন্ট জয় করার কীর্তিও রয়েছে তার। 

পিজিএ ট্যুর কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে, 'পিজিএ ট্যুর এবং চীন গলফ অ্যাসোসিয়েশন নিজেদের এক গলফারকে হারিয়ে গভীরভাবে দুঃখ প্রকাশ করছে। তার স্ত্রী ও পরিবারের প্রতি রইল আন্তরিক সমবেদনা।' 

মালয়েশিয়ান এই গলফারের মৃত্যুতে ইতোমধ্যে বাতিল করা হয়েছে সানিয়া চ্যাম্পিয়নশিপ। তাই টুর্নামেন্টে জয়ী ঘোষণা করা হয়েছে এখন পর্যন্ত লিডারবোর্ডের শীর্ষে থাকা আমেরিকান গলফার ট্রেভর স্লুমানকে। 

এসএইচএস