
২০১১ সালের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়ে কেঁদেছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। এবার পেসার তাসকিন আহমেদ ঠিক যেন সেই স্মৃতি সবাইকে আরও একবার মনে করিয়ে দিলেন। ২০১৯ বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পেয়ে তিনিও গণমাধ্যম কর্মীদের সামনে নিজের আবেগ ধরে রাখতে না পেরে কেঁদেই ফেললেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়া তাসকিন শেরে বাংলা স্টেডিয়ামে হাজির হন। এমন বিমর্ষ তাসকিনকে এর আগে আর কখনো কেউ দেখেছেন কি না, তা উপস্থিত কেউই মনে করতে পারছিলেন না।
তাসকিনকে দেখা মাত্র গণমাধ্যম কর্মীরা তার কাছে ছুটে যান। টিভি চ্যানেলগুলোর বুম এবং অডিও রেকর্ডারের স্তূপ যেন তার মুখের সামনে জড়ো হয়েছিল।
এ সময় কান্নারত অবস্থায় তাসকিন বলেন, না ঠিক আছে। সবাই তো ভালোই চায়, খারাপ চায় না কেউ। সামনে আরও সুযোগ আছে। আমি আমার চেষ্টা চালিয়ে যাবো। সুপার লীগ (ডিপিএল) খেলবো। ভালো করে খেলার চেষ্টা করবো। সবাই দোয়া করবেন, ধন্যবাদ।
সামান্য কিছু কথা বলেই তাসকিন চলে যান। তখন দায়িত্বরত গণমাধ্যম কর্মীরাও তাসকিনের এমন আবেগপ্রবণ হয়ে পড়ার দৃশ্য দেখে বেশ গম্ভীর হয়ে পড়েন।
আরআইএস