• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ৫, ২০১৯, ০৯:০০ এএম
সর্বশেষ আপডেট : মে ৫, ২০১৯, ০৯:০০ এএম

সেল্টা ভিগোর বিপক্ষে হেরে গেল বার্সেলোনা

সেল্টা ভিগোর বিপক্ষে হেরে গেল বার্সেলোনা

 

টানা ২৩ ম্যাচ অপরাজিত থাকার পর লা লিগায় হারের স্বাদ পেল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লিওনেল মেসি, লুইস সুয়ারেস, জেরার্ড পিকেসহ নিয়মিত একাদশের ৮ জনকে বসিয়ে রাখার খেসারত হিসেবে সেল্টা ভিগোর বিপক্ষে ২-০ গোলে হেরে বসেছে কাতালান এই ক্লাবটি।

শনিবার (৪ মে) বালাইডোস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।

ম্যাচের ৬৭ মিনিটে রিয়াদ বুদেবুজের ক্রসে বল পেয়ে ডান পায়ের ভলিতে স্বাগতিকদের এগিয়ে দেন ম্যাক্সি গোমেজ। 

ম্যাচের শেষদিকে ডি বক্সের ভেতর স্যামুয়েল উমতিতির হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৮৮ মিনিটের মাথায় লাগো আসপাস স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এবং বার্সেলোনার কফিনে শেষ পেরতেক ঠুকে দেন।

চলতি লীগে শিরোপা আগেই নিশ্চিত করে ফেলা বার্সেলোনা ৩৬ ম্যাচে ২৫ জয় ও ৮ ড্রয়ে ৮৩ ৮৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে। 

আরআইএস