• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: মে ১৭, ২০১৯, ০৬:১৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ১৮, ২০১৯, ০১:৪৩ এএম

মুশফিক আইডল মিডল অর্ডার ব্যাটসম্যান! 

মুশফিক আইডল মিডল অর্ডার ব্যাটসম্যান! 

বাংলাদেশ দল নিয়ে অতীতে নেতিবাচক মন্তব্য করায় সমালোচিত হয়েছিলেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। সম্প্রতি তিনি বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ক্রিকেট দলগুলোর শক্তি ও দুর্বলতার জায়গা নিয়ে বিশ্লেষণ করছেন। তারই অংশ হিসেবে বাংলাদেশ দলকে নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে তিনি জানালেন, মুশফিকুর রহিম নাকি আইডল মিডল অর্ডার ব্যাটসম্যান! 

সম্প্রতি রমিজ স্পিকস নামে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেন রমিজ রাজা। সেখানে দেখা যায়, বাংলাদেশ দল নিয়ে নানা ধরনের বিশ্লেষণধর্মী কথা বলছেন রমিজ রাজা। 

টাইগারদের শক্তিমত্তার বিচার করতে গিয়ে তিনি বলেন, বাংলাদেশের মূল শক্তি ওদের কোর গ্রুপ। অনেক বছর ধরে ওরা একসঙ্গে খেলছে। মাশরাফী দলের অধিনায়ক। এরপর মুশফিক, তামিম ও সাকিব তো আছেই। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব পরিচিত মুখ। তামিম দারুণ ফর্মে আছে, এবারের বিপিএলে ১৪১ রানের ইনিংস খেলেছে। মুশফিক আইডল মিডল অর্ডার ব্যাটসম্যান!  

মাশরাফী বাহিনীর দুর্বলতা সম্পর্কে তিনি বলেন, টাইগারদের দুর্বলতা ফাস্ট বোলিং। জেনুইন কোনো ফাস্ট বোলার স্কোয়াডে নেই। হ্যাঁ রুবেল আছে। তবে আমার মতে ফ্রন্ট ফাস্ট বোলার তাসকিন। সে বিপিএলে ভালো করেছিল। কিন্তু বিশ্বকাপে দলে নেই। 

আরআইএস