
না না শিরোনাম দেখে চমকে ওঠার কাজ নেই। কারণ স্প্যানিশ তথা বিশ্বের অন্যতম বড় ও আকর্ষণীয় লিগ লা লিগায় খেলোয়াড় হিসেবে অভিষেক হয়নি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ও মিডফিল্ডার জামাল ভূঁইয়ার।
ধারাভাষ্য কক্ষে একজন ধারাভাষ্যকার হিসেবে আজ শনিবার (১৮ মে) অভিষেক হয়েছে তার। চলমান ভ্যালেন্সিয়া বনাম ভায়াদোলিদের ম্যাচের ধারাভাষ্য দিচ্ছেন তিনি। সবচেয়ে গৌরবের বিষয় হচ্ছে, এই প্রথম কোনো বাংলাদেশি হিসেবে লা লিগায় দেশকে প্রতিনিধিত্ব করছেন জামাল।
লা লিগার শেষ পর্বের ভ্যালেন্সিয়া-ভায়াদোলিদের ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ৮টা ১০ মিনিটে। এর আগে, সহকারী ভাষ্যকারদের বাংলাদেশের ফুটবল নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে দেখা গেছে জামাল ভূঁইয়াকে।
এদিকে আগামীকাল রোববার (১৯ মে) আরও বড় ম্যাচের ধারাবিবরণীতে দেখা যাবে জামালকে। দুবাই ভিত্তিক স্পোর্টস চ্যানেল বিইনের আমন্ত্রণে লা লিগায় ধারাভাষ্য দিতে যাওয়া জামাল ভূঁইয়া কাল বাংলাদেশ সময় রাত ৮টা ১৫মিনিটে শুরু হতে যাওয়া লিওনেল মেসির বার্সেলোনা বনাম এইবার ম্যাচে ধারাভাষ্য দেবেন।
এসএইচএস