
সাবেক বান্ধবীর করা মামলায় ফুটবলের জীবন্ত কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে গ্রেফতার করা হয়েছে।
মেক্সিকো থেকে ফেরার পর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেসের বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
জানা যায়, ম্যারাডোনার সাবেক বান্ধবী রোসিও অলিভা তার বিরুদ্ধে ৫ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণের মামলা দায়ের করেন। এর আগে ৬ বছরের সম্পর্ক শেষে গত বছরের ডিসেম্বরে ম্যারাডোনা ও অলিভার সম্পর্কে ভেঙে যায়।
তবে কর্তৃপক্ষ গ্রেফতারের পর ম্যারাডোনাকে আলাদাভাবে ডেকে নিয়ে মামলার বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ দিয়েছে। আগামী ১৩ জুন মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ ঠিক করা হয়েছে।
আরআইএস