
বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৬২ রানেই গুটিয়ে গেল পাকিস্তান। টপ-অর্ডার ব্যাটসম্যান বাবর আজম সেঞ্চুরি করলেও মোহাম্মদ নবী ও রশিদ খানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশিদূর যেতে পারেনি পাকিস্তান।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে অবশ্য ভালো শুরুই পায় সরফরাজ আহমেদের দল। উদ্বোধনী জুটিতে ৪৭ রান যোগ করেন দলের দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামান। তবে হামিদ হাসানের বলে ইমাম বোল্ড হয়ে সাজঘরে ফিরলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে পাকিস্তানিরা।
একপ্রান্ত আগলে রেখে খেলতে থাকা বাবর আজম সেঞ্চুরি তুলে নেন ৯৯ বলে। বাবর বাদে অভিজ্ঞ শোয়েব মালিক খেলেন ৪৪ রানের ইনিংস। ৪৬ রানের বিনিময়ে ৩ উইকেট নেন আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবী। এদিকে ঘূর্ণি জাদুকর রশিদ খান পেয়েছেন ২ উইকেট।
এসএইচএস