• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: মে ২৭, ২০১৯, ০৫:২৭ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৭, ২০১৯, ০৫:২৭ পিএম

মারাত্মক ইনজুরি আশঙ্কা থেকে বাঁচলেন উড 

মারাত্মক ইনজুরি আশঙ্কা থেকে বাঁচলেন উড 

শনিবার (২৫ মে) সাউদাম্পটনে অসট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে চতুর্থ ওভারেই মাংসপেশীতে টান অনুভব করেন ইংল্যান্ডের পেসার মার্ক উড। এর আগেও বেশ কয়েকবার পা ও গোড়ালির ইনজুরিতে পড়ার রেকর্ড থাকায় উডকে নিয়ে তখনই দুশ্চিন্তা শুরু হয়ে যায় ইংলিশ ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে। 

ইংল্যান্ড দলে জোফরা আর্চার ছাড়া একমাত্র মার্ক উডই ধারাবাহিকভাবে ৯০ মাইল (১৪৫ কিমি/প্রতি ঘণ্টা) বেগে বল করে যেতে পারেন। তাই তাকে হারানো হতে পারতো এউইন মরগানের জন্য অনেক বড় চিন্তার কারণ। 

তবে শেষ পর্যন্ত তেমন দুঃশ্চিন্তা উঁকি দিয়েও সত্যি হয়নি। স্ক্যান রিপোর্টে সবুজ সিগনালই পেয়েছেন উড। তবে সতর্কতা হিসেবে আজ আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামানো হয়নি তাকে। 

৩০ মে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড। 

এমএইচএস