• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: মে ২৮, ২০১৯, ০২:১৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৮, ২০১৯, ০২:২২ পিএম

মালিঙ্গা যখন স্টইনিসের শিক্ষক!  

মালিঙ্গা যখন স্টইনিসের শিক্ষক!  

ব্যাট বলের মহারণ শুরু হতে বাকি আর মাত্র দু'দিন। একটি ট্রফি ছুঁতে লড়াইয়ে নামবে ১০টি দল। তবে মাঠের ভেতর যতই একে অপরের প্রতিদ্বন্দী হয়ে থাকুন না কেন, মাঠের বাইরে একে অপরকে সম্মান দিতে ভোলেন না ক্রিকেটাররা। প্রতিপক্ষ দলের অগ্রজ তারকার কাছ থেকে পরামর্শ নিতে কার্পণ্য করেন না কোনো তরুণ ক্রিকেটার। 

ঠিক যেমন গতকাল প্রস্তুতি ম্যাচ শেষে প্রতিপক্ষ শ্রীলঙ্কা দলের অভিজ্ঞ তারকা লাসিথ মালিঙ্গার কাছ থেকে টিপস নিলেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টইনিস। 

শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটের সহজ জয়ের পরে আউটফিল্ডে মালিঙ্গার কাছে ছুটে যান অস্ট্রেলিয়ান অলরাউন্ডার স্টইনিস। মালিঙ্গাও খুলে দেন তার অভিজ্ঞতার ঝুলি। ডেথ ওভারে কার্যকর স্লোয়ার কিভাবে করতে হয় স্টইনিসকে তারই তালিম দিয়েছেন মালিঙ্গা। 

১৫ জুন বিশ্বকাপের মূল টুর্নামেন্টে লন্ডনের দ্য ওভালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা। তবে সেই বৈরীতার কথা না ভেবে স্টইনিসকে সাহায্য করতে পেরে বরং বেশ খুশিই হয়েছেন মালিঙ্গা। 

জনপ্রিয় এই 'ইয়র্কার স্টার' বলেছেন, 'আমি কিভাবে স্লোয়ার বল করি সে বিষয়েই কিছু একটা আমাকে জিজ্ঞেস করেছিল স্টইনিস। সীমিত ওভারের ক্রিকেটে বোলিংয়ে বৈচিত্র্য থাকা খুবই দরকার। আমি আমার কাছে থাকা সব টিপস তাকে দিয়েছি, কারণ কেউ আমার কাছে সাহায্য চাইলে আমি তাকে সবটুকু দিতে প্রস্তুত। কিভাবে স্লোয়ার বল করতে হয় এবং কোন পরিস্থিতিতে স্লোয়ার দিতে হয় এই বিষয়ে যত রকম টিপস আমার কাছে আছে তার সবই দিয়েছি তাকে। তার সাথে কাজ করতে পেরে আমি খুশি।' 

এমএইচএস