• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: মে ২৯, ২০১৯, ১১:২৮ এএম
সর্বশেষ আপডেট : মে ২৯, ২০১৯, ০১:১৭ পিএম

হাঁটুর ইনজুরিতে নেইমার 

হাঁটুর ইনজুরিতে নেইমার 

কোপা আমেরিকা মাঠে গড়াতে বাকি আর মাত্র আড়াই সপ্তাহ। টুর্নামেন্টকে সামনে রেখে কোচ তিতের অধীনে গ্রানজা কোমারিতে অনুশীলন করছে স্বাগতিক ব্রাজিল। ঠিক এই সময়েই সেলেসাওদের জন্য বড় দুঃসংবাদ হয়ে এল নেইমারের ইনজুরি। 

মঙ্গলবার (২৮ মে) ব্রাজিল ফুটবল দলের ট্রেনিং সেশনে বাঁ হাঁটুতে চোট পেয়েছেন নেইমার। এরপর ব্রাজিল দলের ডাক্তার রদ্রিগো লাসমারের সহায়তায় মাঠ ছাড়তে বাধ্য হন এই পিএসজি তারকা। 

হাঁটুর ব্যথায় মাঠের বেষ্টনীতে ভর করে কাতরাচ্ছেন নেইমার

গতকালই পিএসজি সতীর্থ দানি আলভেসের কাছে ব্রাজিলের অধিনায়কত্ব হারিয়েছেন নেইমার। শৃঙ্খলাজনিত কারণে ও নেইমারের উপর থেকে চাপ কমাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছিলেন ব্রাজিল বস তিতে। 

অধিনায়কত্ব হারানোর পর নেইমারের জন্য বড় দুঃসংবাদ হয়ে এল এই হাঁটুর ইনজুরি।  

সূত্র: ডেইলি মেইল 

এমএইচএস