
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা গতকাল ভারতের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন।
ভারতের বিপক্ষে নিজের একমাত্র বোলিং স্পেলের ষষ্ঠ ওভার করার সময় বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন মাশরাফী।
ত্রিদেশীয় সিরিজেই মাশরাফী ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন। সে ইনজুরি এখনো সারেনি তার।
ইনজুরি নিয়েও কেন খেলছেন এ প্রশ্নের জবাবে ম্যাশ বলেন, 'এরকম অনেকবারই হয়েছে আমার সাথে। হ্যামস্ট্রিংয়ের চোট থাকলে আমি প্রথম এক বা দুই ওভার বল করতে অস্বস্তি বোধ করি। তারপর আর কিছু মনে হয় না।'
টাইগার অধিনায়ক আরও বলেন, 'গতকাল ষষ্ঠ ওভারে আমার হ্যামস্ট্রিংয়ে টান লাগে। চাইলেই ৪ বা ৫ ওভার বোলিং করেই থামতে পারতাম। তবে ওই সময় কোহলি ও রোহিত খুব দ্রুত রান তুলে ফেলছিল, আমি চাইছিলাম এমন পরিস্থিতিতে ম্যাচ প্র্যাকটিস করার জন্য।'
হ্যামস্ট্রিংয়ে টান লাগার পর বেশ কিছু সময় মাঠের বাইরে ছিলেন মাশরাফী। সাধারণত এমন ইনজুরিতে খেলোয়াড়দের ৫ থেকে ৬ দিনের বিশ্রাম দিয়ে থাকেন ডাক্তাররা। ওদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ ম্যাচের বাকি আছে আর চারদিন।
তবে এর মধ্যেই যতটুকু বিশ্রাম নেয়া যায় ততটুকু নিয়েই প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামতে প্রত্যয়ী মাশরাফী।
এমএইচএস