• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ৩১, ২০১৯, ১২:০২ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩১, ২০১৯, ১২:০২ পিএম

ডেভিড ওয়ার্নারের ইনজুরি নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়া

ডেভিড ওয়ার্নারের ইনজুরি নিয়ে চিন্তিত অস্ট্রেলিয়া
ডেভিড ওয়ার্নার। ফাইল ফটো

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামার আগে অস্ট্রেলিয়া শিবিরে দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছেন ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। অনুশীলনের সময় ওয়ার্নার ডান পায়ের পেশির ইনজুরিতে পড়ার পর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। 

শনিবার (১ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করবে অজিরা।  

ওয়ার্নারের ফিটনেস প্রসঙ্গে অস্ট্রেলিয়ার হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার বৃহস্পতিবার (৩০ মে) বলেছেন, গত বুধবার (২৯ মে) সে কিছুটা চোটাক্রান্ত হয়েছে। যদিও সে খেলার জন্য মরিয়া হয়ে আছে। তার শক্তিমত্তার জায়গা ঠিক আছে এবং তাকে অনেক হাসতে দেখা গেছে, যা ভালো লক্ষণ। তারপরেও আমরা তাকে মাঠে নামানোর বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে চাই। 

শেষ পর্যন্ত ওয়ার্নার যদি আফগানদের বিপক্ষে খেলতে না নামেন, তাহলে অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেন করতে নামতে পারেন উসমান খাজা। এমনটি হলে ওয়ান ডাউনে দেখা যেতে পারে শন মার্শকে। 

আরআইএস