• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: মে ৩১, ২০১৯, ০৩:২৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩১, ২০১৯, ০৩:৩১ পিএম

বাংলাদেশ জিতবে মাত্র ১ ম্যাচ: ম্যাককালাম

বাংলাদেশ জিতবে মাত্র ১ ম্যাচ: ম্যাককালাম

বিশ্বকাপের দামামা বাজতে শুরু করলেই সাবেক সব ক্রিকেটাররা বসে যান ভবিষ্যদ্বানীর পসরা নিয়ে। এবারের বিশ্বকাপে ইতোমধ্যেই অ্যালান বোর্ডার, রিকি পন্টিং, শচীন টেন্ডুলকারের মতো গ্রেটরা ভবিষ্যদ্বানী দিয়ে ফেলেছেন। এবার সে দলে যুক্ত হলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। 

২০১৫ বিশ্বকাপে কিউইদের ফাইনালে নিয়ে যাওয়া অধিনায়ক ম্যাককালাম বিশ্বকাপের রাউন্ড রবিন লীগে কোন দল কোন দলের বিপক্ষে জিতবে তার ভবিষ্যদ্বাণী নিজের নোটবুকে লিখে সেই ছবি পোস্ট করেছেন টুইটারে। তবে সেই ভবিষ্যদ্বাণী ছিল হাস্যকর। ম্যাককালামের মতে , বিশ্বকাপে মাত্র ১টি ম্যাচ জিতবে বাংলাদেশ, তাও শ্রীলঙ্কার বিপক্ষে। আফগানিস্তান জিতবে দুই ম্যাচ। শ্রীলঙ্কাকেও ১ জয় দিয়েছেন ম্যাককালাম। কিন্তু গোলযোগ দেখা দিয়েছে এখানেই, ওয়েস্ট ইন্ডিজ কাদের সাথে জিতবে এমন তালিকায় শ্রীলঙ্কাকে রেখেছেন তিনি। অন্যদিকে শ্রীলঙ্কার বেলায় লিখেছেন, একমাত্র জয় তারা পাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কোন কথা চিন্তা করে ম্যাককলাম এমন ভুল করলেন তা পরিস্কার নয়। 

ম্যাককালামের তালিকাটি এখানে হুবহু তুলে ধরা হলো-  

ইংল্যান্ড-

জিতবে ৮ ম্যাচে- (দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ, উইন্ডিজ, আফগানিস্তান, শ্রীলঙ্কা, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে)।

হারবে ১ ম্যাচে, অস্ট্রেলিয়ার বিপক্ষে।

ভারত-

জিতবে ৮ ম্যাচে- (দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তান, উইন্ডিজ, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে)।

হারবে ১ ম্যাচে, ইংল্যান্ডের বিপক্ষে।

অস্ট্রেলিয়া-

জিতবে ৬ ম্যাচে- (আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে)।

হারবে ৩ ম্যাচে- (উইন্ডিজ, ভারত ও পাকিস্তানের বিপক্ষে) ।

নিউজিল্যান্ড-

জিতবে ৫ ম্যাচে- (শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজদের বিপক্ষে) ।

হারবে ৪ ম্যাচে- (ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে)।

উইন্ডিজ-

জিতবে ৫ ম্যাচে- (পাকিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে)।

হারবে ৪ ম্যাচে- (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে)।

দক্ষিণ আফ্রিকা-

জিতবে ৫ ম্যাচে- (বাংলাদেশ, উইন্ডিজ, আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে)।

হারবে ৪ ম্যাচে- (ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে)।

পাকিস্তান-

জিতবে ৫ ম্যাচে- (শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফয়ানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে)।

হারবে ৪ ম্যাচে- (উইন্ডিজ, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিক্র বিপক্ষে)।

আফগানিস্তান-

জিতবে ২ ম্যাচে- (শ্রীলঙ্কা ও বাংলদেশের বিপক্ষে)।

হারবে ৭ ম্যাচে- (অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও উইন্ডিজদের বিপক্ষে)।

শ্রীলঙ্কা-

জিতবে ১ ম্যাচে- উইন্ডিজদের বিপক্ষে।

হারবে ৮ ম্যাচে- (নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, অস্ট্রেইয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে)।

বাংলাদেশ-

জিতবে ১ ম্যাচে- শ্রীলঙ্কার বিপক্ষে।

হারবে ৮ ম্যাচে- (দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, উইন্ডিজ, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিপক্ষে)

এমএইচএস