
নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম এবারের বিশ্বকাপে অংশ নেয়া দলগুলো কেমন করবে, তা নিয়ে ভবিষ্যদ্বানী দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোপের মুখে পড়েছেন।
ম্যাককালাম তার করা ভবিষ্যদ্বানী নিজের নোটবুকে লিখে সেই ছবি পোস্ট করেছেন টুইটারে। তবে সেই ভবিষ্যদ্বাণী ছিল হাস্যকর। ম্যাককালামের মতে, বিশ্বকাপে মাত্র ১টি ম্যাচ জিতবে বাংলাদেশ, তাও শ্রীলঙ্কার বিপক্ষে। আফগানিস্তান জিতবে দুই ম্যাচ।
শ্রীলঙ্কাকেও ১ জয় দিয়েছেন ম্যাককালাম। কিন্তু গোলযোগ দেখা দিয়েছে এখানেই, ওয়েস্ট ইন্ডিজ কাদের সাথে জিতবে এমন তালিকায় শ্রীলঙ্কাকে রেখেছেন তিনি। অন্যদিকে শ্রীলঙ্কার বেলায় লিখেছেন, একমাত্র জয় তারা পাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আর তাতেই সবার বিদ্রুপের পাত্র হয়ে উঠেছেন ম্যাককালাম।
এতকিছুর পরেও নিজের আগের অবস্থান থেকে মোটেও সরে আসেননি সাবেক এই কিউই ক্রিকেটার। বরং নিজের ভবিষ্যদ্বানীর পক্ষে সাফাই গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, আমার মতে আসর কীভাবে এগিয়ে যাবে সেই বিষয়ের উপর এই বিশ্লেষণটি ছিল। ক্রিকেটের উন্নতির জন্য আমি সবসময় চাইবো এই বিশ্বকাপে বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মতো দলগুলো যেন শক্ত প্রতিদ্বন্দ্বী রূপে আবির্ভূত হয়। যদি বিশ্বকাপটি এশিয়ায় হতো, তাহলে হয়তো তারা অবশ্যই শক্ত প্রতিপক্ষ হতো। তবে যেহেতু বিশ্বকাপটি ইংল্যান্ডে গ্রীষ্ম মৌসুমে, তাই আমার এমন ভবিষ্যদ্বানী।
শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে দুই দলকেই বিজয়ী ঘোষণা করা নিয়ে ম্যাককালাম বলেন, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজকে আলাদা করতে পারিনি। তাই দুই দলকেই এখানে জয়ী ঘোষণা করেছি!
এদিকে, বাংলাদেশকে নিয়ে ম্যাককালামের ভবিষ্যদ্বানী নিয়ে ক্ষোভে ফুঁসছেন টাইগার সমর্থকরা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। কারোর মতে বাংলাদেশের কাছে দুইবার বাংলাওয়াশ হওয়া এবং ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হেরে যাওয়াটা ম্যাককালাম নাকি এখনো হজম করতে পারছেন না।
আরআইএস