• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুন ৩, ২০১৯, ১২:০৩ এএম
সর্বশেষ আপডেট : জুন ৩, ২০১৯, ১২:০৩ এএম

ম্যাককালাম অংকে কাঁচা, বুঝিয়ে দিল বাংলাদেশ

ম্যাককালাম অংকে কাঁচা, বুঝিয়ে দিল বাংলাদেশ
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখনো এভাবেই ‘ট্রলের’ শিকার হচ্ছেন ম্যাককালাম - ছবি : সংগ্রহীত

বিশ্বের তাবড় তাবড় ক্রিকেট বোদ্ধারা যখন নিজ নিজ দলের প্রতি এক বাক্যে বলছেন, 'সাবধান! সামনে বাংলাদেশ', তখন নিজের টালি খাতায় বাংলাদেশকে নিয়ে আজগুবি এক অংক কষে দিয়েছিলেন নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। বিশ্বকাপে বাংলাদেশের নাকি শুধুমাত্র একটি ম্যাচ জেতার সম্ভাবনা রয়েছে! আর সেটা শ্রীলঙ্কার বিরুদ্ধে!

কিন্তু দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো 'ক্রিকেট বোদ্ধা' হয়ে উঠতে এখনও  অনেক দেরি আছে ম্যাককালামের। অন্তত দক্ষিন এশিয়ার ক্রিকেট পরাশক্তি-বাংলাদেশকে নিয়ে অংক কষার মত পাকা বুদ্ধি তার এখনও হয়নি।  

টান টান উত্তেজনার ম্যাচে শক্তিশালী দক্ষিন আফ্রিকাকে পরাস্ত করে মূলত আপসেট ঘটায়নি বাংলাদেশ। বরং বলা চলে আফ্রিকান দলটির বিরুদ্ধে ফেভারিট হিসেবে জয় তুলে নিয়েই মাঠ ছেড়েছে টাইগাররা।   

নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম দুদিন আগে এবারের বিশ্বকাপে অংশ নেয়া দলগুলো কেমন করবে, তা নিয়ে ভবিষ্যদ্বানী দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোপের মুখে পড়েন। 

কিউইদের সাবেক অধিনায়ক নিজের ভবিষ্যদ্বাণী নোটবুকে লিখে সেই ছবি পোস্ট করেছিলেন টুইটারে। যদিও সেই ভবিষ্যদ্বাণী ছিল রীতিমত হাস্যকর। আর কেন যে তা হাস্যকর ছিল সাকিব-মুশফিকরা আজ চোখে আঙুল তুলে তা দেখিয়ে দিল।   

এসকে/এসএইচএস