• ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুন ৩, ২০১৯, ১০:৫৫ এএম
সর্বশেষ আপডেট : জুন ৩, ২০১৯, ১১:২০ এএম

ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে সবাই জিততে পারবে না : ম্যাককালাম

ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে সবাই জিততে পারবে না : ম্যাককালাম

নিজের টালি খাতায় বাংলাদেশকে নিয়ে উদ্ভট এক অংক কষে দিয়েছিলেন নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম। বিশ্বকাপে বাংলাদেশের নাকি শুধুমাত্র একটি ম্যাচ জেতার সম্ভাবনা রয়েছে! আর সেটা শ্রীলঙ্কার বিরুদ্ধে! এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি রীতিমতো তোপের মুখে পড়েন।

ম্যাককালাম তার করা ভবিষ্যদ্বাণী  নিজের নোটবুকে লিখে সেই ছবি পোস্ট করেছেন টুইটারে। তবে সেই ভবিষ্যদ্বাণী ছিল হাস্যকর। ম্যাককালামের মতে, বিশ্বকাপে মাত্র ১টি ম্যাচ জিতবে বাংলাদেশ, তাও শ্রীলঙ্কার বিপক্ষে। আফগানিস্তান জিতবে দুই ম্যাচ।  

কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশ জয় পাওয়ার পর ম্যাককালামের ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হয়েছে। এরপর তিনি নতুন করে আলোচনায় এসেছেন আবারো সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে। 

বাংলাদেশ দলের জয়ের পর নিজের ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে ম্যাককালাম লিখেছেন, দুর্দান্ত পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশের ক্রিকেট দল। আমার প্রত্যাশা ছিল দক্ষিণ আফ্রিকা জিতবে। কিন্তু বাংলাদেশ দারুণ খেলেছে। আমার ভবিষ্যদ্বাণীকে এভাবে ভুল প্রমাণ করায় ধন্যবাদ জানাই।

তবে বাংলাদেশের জয়ের পর নিজের করা ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণিত হওয়ার পরেও নিজের অবস্থান থেকে সরছেন না সাবেক এই কিউই অধিনায়ক। বিশ্বকাপের বাকি ম্যাচগুলোর বিষয়ে এখনো অনড় অবস্থানে থাকা ম্যাককালাম পোস্টে আরও লিখেছেন, এটাই হয়তো শেষ ভুল নয়। তবে শেষ পর্যন্ত আমার অনুমান অনেকটা নির্ভুলই থাকবে। আমার ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে সবাই কিন্তু জিততে পারবে না!

আরআইএস