
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও আক্রমণাত্মক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স তার অবসর ভেঙে দক্ষিণ আফ্রিকান বিশ্বকাপ দলে ফেরার প্রস্তাব দিয়েছেন প্রোটিয়া টিম ম্যানেজমেন্টকে, বলছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো। তবে এবির সেই প্রস্তাব আমলেই নেয়নি টিম ম্যানেজমেন্ট।
ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস, কোচ ওটিস গিবসন ও নির্বাচক কমিটির প্রতিনিশি লিন্ডা জোন্ডির কাছে ডি ভিলিয়ার্স অবসর ভেঙে ফেরার আবেদন করেছিলেন। কিন্তু টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকবৃন্দ তাকে দলে নিতে অসম্মতি প্রকাশ করে। কারণ হিসেবে তারা ২টি বিষয়ের প্রতি ইঙ্গিত করে।
প্রথমত, দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে থাকার শর্ত হিসেবে সাম্প্রতিক সময়ে সেদেশের ঘরোয়া লীগ ও প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের কথা রয়েছে। ডি ভিলিয়ার্স অবসর নিয়ে ফেলায় তিনি এই শর্ত পূরণ করেন না।
দ্বিতীয়ত, ডি ভিলিয়ার্স খেললে স্কোয়াডে থাকা অন্যান্য খেলোয়াড়; যারা পরিশ্রম করে দলে জায়গা নিশ্চিত করেছেন তাদের সাইডলাইনে কাটাতে হবে। যেটা নবীন খেলয়াড়দের অবিচার হবে বলে মনে করছেন নির্বাচকরা।
এমএইচএস